[ভার্চুয়াল কোর্ট]
একত্রে ডিভিশন বেঞ্চে বসিবেন এবং একক ও ডিভিশন বেঞ্চে গ্রহনযােগ্য অতীব জরুরী সকল প্রকার দেওয়ানী মােশন গ্রহন করিবেন; যেকোন একক ও ডিভিশন বেঞ্চ কর্তৃক প্রদেয় রুল ও অন্তর্বর্তীকালীন যেকোন আদেশ সংশােধনীর আবেদনপত্রও গ্রহণ করিবেন।
(উল্লেখ্য, শুধু অদ্য ০৫/০৪/২০২১ইং তারিখ হইতে এফিডেভিটকৃত দায়েরকৃত বিষয়সমূহ গ্রহণ করিবেন।) |